জগন্নাথপুরের মোহাম্মদপুর সেরা গ্রামে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
357

মো: হুমায়ুন কবির:-
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার গ্রামীন জনপদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন ইতোমধ্যে সারা দেশে ৮০ভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০১৯সালের মধ্যে সারা দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে। তিনি বলেন আগামী ৪মাসের মধ্যে তার নির্বাচনী এলাকা (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জে) প্রতিটি ঘরকে বিদ্যুতায়িত করা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়নের আবারো ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। গতকাল রবিবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন উপলক্ষ্যে চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে, যুবলীগ নেতা মুহিবুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম অকিল কুমার সাহা, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান। পরে স্লুইচ টিপে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান ও আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ। এদিকে চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের বিভিন্ন উন্নয়ন নিয়ে কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে মতবিনিময় করেছেন। কলেজের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে মানপত্র তুলে দেন কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আলী আকবর হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: শফিকুল আলম, যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ, যুক্রাজ্য প্রবাসী রফিক মিয়া, বিশিষ্ট মুরব্বী হারিছ আলী, গয়াস মিয়া, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, শিক্ষানুরাগী এখলাছুর রহমান, আব্দুস সোবহান, ছানাউর মিয়া, কলেজের প্রভাষক জিয়াউর রহমান, ইউপি সদস্য এখলাছুর রহমান, আব্দুল তাহিদ, আরব উল্ল্যা, বিল্লাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল জিলানী আবু, উপজেলা সেচ্ছাসেবলীগের আহবায়ক লিটন আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, দপ্তর সম্পাদক মুন্না মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহ শাহরিয়ান আহমদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here