ছয় শর্তে নির্বাচনে যাবে বিএনপি: খালেদা জিয়া

0
408

খবর৭১:আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি, তবে ওই নির্বাচনের যাওয়া জন্য ছয়টি শর্ত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানী হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।’ এসময় তিনি ছয়টি শর্ত উল্লেখ্য করে উপস্থিত নেতাদের কাছে জানতে চাইলে সবাই একযোগে ‘হ্যাঁ’ বলে সম্মিতি দেন।

শর্তগুলো হলো:

ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে

জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে
ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে

নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে

ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে

যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here