ছিনতাইয়ের চেষ্টায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

0
329

খবর ৭১ঃ বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিকেল ৫.৪০ এর দিকে বিমানটি জরুরি অবতরণ করে।

উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানা গেছে। তিনি বিদেশি কেউ একজন বলে এক যাত্রীর বরাতে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো।

ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।

বিমানটিতে থাকা বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল, এমপি একটি বেসরকারি টেলিভিশনকে জানান, ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান।

সূত্রটি জানায়, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনও ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন। কারিগরি সহায়তা নিয়ে পাইলটকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বিমানটি ঘিরে রেখেছে।ফ্লাইটে ক্যাপ্টেন ও বেশিরভাগ যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও একাধিক ক্যাবিন ক্রু জিম্মি রয়েছেন বলে জানায় সূত্রটি।

এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি উইনিট মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here