ছাত্র ধর্মঘটে অচল জাহাঙ্গীরনগর.হামলার প্রতিবাদে বিক্ষোভ

0
374

জাবি প্রতিনিধি, রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সাধারন ছাত্রদের ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পরেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

রবিবার বেলা সোয়া ১১ টার দিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।এসময় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করে।

এসময় মিছিলটি বিভিন্ন অনুষদ ভবন ঘুরে ঢাকা-আরিচা মহাসড়কে যায়। বিভিন্ন শ্লোগানে তারা এই নগ্ন হামলার প্রতিবাদ জানায়। মহাসড়ক ঘুরে মিছিলটি আবার শহীদ মিনারের পাদদেশে এসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শেষ হয়।

এদিকে মিছিল শুরু হওয়ার পূর্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সহীদ মিনারের দিকে অগ্রসর হলে, উপস্থিত শিক্ষার্থীরা মিছিল শুরু করে।পরে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিবহণ চত্ত্বরে অবস্থান নেয়।

এছাড়া গতকাল হামলার পরেই জাবি শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক বিশাল প্রতিবাদ মিছিল করে।এসময় তারা দোসীদের শাস্তির দাবি জানান। ওই মিছিল থেকে আজকের সর্বাত্বক ছাত্র ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে ক্যাম্পাসে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়।

ধর্মঘটের কারনে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোন বাস ছাড়তে দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here