ছাত্রলীগে মারামারি ‘অত্যন্ত সামান্য ঘটনা’: হানিফ

0
246

খবর৭১ঃ বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার রেশ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মারামারির ঘটনাকে ‘অত্যন্ত ছোট, সামান্য’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (১৩ মে) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সাথে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রলীগের কাউন্সিল হয়েছিল, পরে নতুন কমিটি গঠিত হয়েছে। পূর্নাঙ্গ কমিটি নিয়ে গতকালের ঘটনা নিয়ে খুব বেশি উদ্বেগ প্রকাশ করার মতো কিছু নেই। আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। যে সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী মুজিব আদর্শের সৈনিক হিসেবে আছেন। এমন একটি সংগঠন যার হাজার হাজার নেতাকর্মী আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। তাদের মধ্যে যোগ্য নেতারা সকলে পদ-পদবির প্রত্যাশা করেন। কিন্তু সবাইকে তো আর পদ-পদবি দেয়া সম্ভব হয় না।’

তিনি বলেন, ‘যারা পদ-পদবি পায় না তাদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি তৈরি হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। এটা প্রায় সব জায়গায় দেখা যায়। আর যেহেতু ছাত্রসমাজ তরুণ তাদের মধ্যে হয়ত ক্ষোভটা কোনও সময় একটু বেশি আকারে দেখা যায়। এছাড়াও অনেকে পদপ্রত্যাশী ছিল, হয়ত বড় পদ পাওয়ার। তারা হয়ত অপেক্ষাকৃত সেই পদ না পেয়ে ছোট পদ পেয়েছে। এই ধরনের দু-একজনের ক্ষোভ থাকতে পারে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গতকালকে আমরা যেটুকু শুনেছি যে, মধুর ক্যান্টিনে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত একটা ছোট সামান্য ঘটনা। এটা নিয়ে আমার মনে হয় যে, খুব বেশি উদ্বেগ প্রকাশ করার মতো নেই। আমরা আশা করি, সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, তারা এটা ঠিক করতে পারবেন এবং তারা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের সংগঠনের কাজ করবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কৃষি সম্পাদক ফরিদুরনাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া,
কার্যনির্বাহী সদস্য আখতারুজ্জামান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল ও স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাউল আলম সাচ্চু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here