ছাতক শহরে ব্যাটারী চালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা

0
377

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধি:
ছাতক পৌরসভায় পৌর নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় গতকাল রোববার সকালে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সচিব সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর শহরে ব্যাটারী চালিত রিক্সা বন্ধসহ শহরের যানজট নিরসনে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। ইজিবাইক শহরে প্রবেশ না করে নির্ধারিত স্থান থেকে চালাতে হবে। অন্যতায় সিদ্ধান্ত অমান্যকারী ইজিবাইক চালককে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে আগামী এক সপ্তাহর মধ্যে শহরের গুরুত্বপূর্ন স্থানে ডাস্টবিন স্থাপনসহ ফুটপাত উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, অধ্যাপক হরিদাস রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী, সাবেক কৃতি ফুটবলার লাল মিয়া, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, লিয়াকত আলী, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর সামছুন্নাহার, তাসলিমা জান্নাত কাকলী, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, সামছু মিয়া, মাসুক মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, ব্যবসায়ী, আলহাজ্ব আবুল হায়াত, আলহাজ্ব মখলিছুর রহমান মুকুল, খলিলুর রহমান মানিক, গোলাম মাওলা, ব্যবসায়ী সাইদুল আলম মধু, বাবুল পাল, নারী নেত্রী শিখা রানী দে, পৌর নাগরিক আয়না মিয়া, ঈশাদ আলী, আব্দুস ছাত্তার, নূর হোসেন, খলিলুর রহমান, চম্পু দত্ত, রিয়াদ চৌধুরী, খুরশেদ আলম, আখলুছ মিয়া, মতকিন খান, আখল মিয়া, রফি খান, মুতাছির আলী, আব্দুস সোবহান, সামছুল ইসলাম, আবুল খান, মঈন উদ্দিন, কবির হোসেন প্রমুখ। সভায় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী আটককৃত সকল ব্যাটারী চালিত রিক্সা স্ব-স্ব মালিককে নিয়ে যেতে বলেন এবং ব্যাটারী খুলে চালানোর নির্দেশ দেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here