ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৬টি ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ন

0
256

হাবিবুর রহমান নাসির, ছাতক সুনামগঞ্জঃ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৬টি ঝুঁকিপূর্ন সংকির্ণ ব্রিজ ক্রমেই হয়ে উঠছে ভয়াবহ। ব্রিজ গুলোরবিভিন্ন অংশের পিচ-আস্তর উঠে গেছে। ভেঙ্গে গেছে রেলিংসহ বিভিন্ন অংশ। প্রসস্তকরনসহ এসব ব্রিজ পুনঃ নির্মাণের দাবী উঠলেও সংশ্লিষ্টরা বিষয়টি কোনভাবেই আমলে নিচ্ছেন না। বর্তমানে সাধারন মানুষের পাশাপাশি জন প্রতিনিধিরাও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৬টি ঝুঁকিপূর্ন সংকির্ণ ব্রিজ পুনঃ নির্মাণের দাবী তুলেছেন। তারা এসব ন্যারো ব্রিজ প্রশস্তকরনসহ পৃনঃ নির্মাণের যতার্থ প্রয়োজনীয়তা উল্লেখ করে যোগাযোগ মন্ত্রনালয়সহ সরকারের বিভিন্ন সচিব বরাবরে লিখিত আবেদন দিয়েছেন। গত ২১ মে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৬টি ন্যারো ব্রিজ ডাবল স্প্যানে পুনঃ নির্মাণের দাবীতে অর্থ মন্ত্রী বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এর আগে ছাতক পৌরভবন উদ্বোধনী সভায় প্রধান অতিথি প্রধান মন্ত্রীর মূখ্যসচিব নজিবুর রহমানের কাছে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের প্রতিটি ব্রিজ পুনঃ নির্মাণসহ আ লিক মহাসড়কে উন্নতীকরন দাবীতে বক্তব্য রেখে ছিলেন মেয়র আবুল কারাম চৌধুরী।
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৬টি ব্রিজের কোন-কোনটি ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে নির্মিত হয়। বর্তমানে এসব ব্রিজের অবস্থা অত্যন্ত নাজুক। উপজেলা সদরে প্রবেশের প্রধান সড়কই হচ্ছে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক। উপজেলা সদর কেন্দ্রিক শিল্প নগরী প্রতিষ্ঠিত হওয়ায় এবং এখানে নৌ-বন্দর থাকায় শিল্প-কারখানায় উৎপাদিত মালামাল ভারি ট্রাক যোগে এ সড়ক পথে দেশের বিভিন্ন অ লে পরিবহন করা হচ্ছে প্রতিনিয়িত। নৌ-পথে আসা বিভিন্ন কোম্পানীর সিমেন্ট-ইটসহ যাবতীয় মালামাল এ সড়ক ব্রবহার করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এ ছাড়া লাফার্জ সিমেন্ট, বালু, পাথর, চুন, লাইমষ্টোন বহনকারী শ’ শ’ ট্রাক প্রতিদিন এ সড়ক দিয়েই যায়াত করছে। ঝুঁকিপূর্ন এসব ন্যারো ভারী যানবাহন নিয়মিত ভারী যানবাহন আসা-যাওয়া করায় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে। যেকোন মুহুর্তে ব্রিজ ভেঙ্গে উপজেলা সদরের সাথে দেশের যোগযোগ ব্যস্থা ভেঙ্গে পড়তে পারে। ব্রিজগুলো সংকির্ণ হওয়ায় এখানে ব্রিজ মুখে প্রতিদিনই তীব্র যানজট লেগেই থাকে। ফলে সাধারন মানুষের দূর্ভোগ দিন দিন বেড়েই চলছে। অর্থ মন্ত্রী বরাবরে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের দেয়া আবেদনে উল্খে করা হয়, ব্রিজের নীচের স্থল অংশের সয়েল টেষ্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বতমানে সেত ুভবন ডিজাইন শাখায় প্রক্কলন কার্যক্রম চলছে। তিনি আবেদনে ব্রিজের ডিজাইন, প্রাক্কলন কাজ তরান্বিতসহ অর্থ বরাদ্দক্রমে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ৬টি ন্যারো ব্রিজডাবল স্প্যানেপুনঃ নির্মাণের দাবী জানান। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, এলাকার উন্নয়নে ও ভালো কাজে বিভিন্ন ভাবে ব্যক্তি কেন্দ্রিক সহায়তা থাকতে পারে। সওজর এমন ন্যারো ব্রিজ বাংলাদেশের কোথাও নেই। গোবিন্দগঞ্জের ও জাউয়ার ভাঙ্গা রাস্তা সাময়িক সংস্কার ছিলো গনমাধ্যমের অবদান ও গণদাবীর প্রতিফলন। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝুঁকিপূর্ন ৬টি ব্রিজের পুনঃ নির্মাণ কাজও তাদেরই অবদান। ছাতক হাইস্কুল সরকারীকরণের মাহেন্দ্রক্ষনে তিনি মন্ত্রনালয়ে উপস্থিত ছিলেন জানিয়ে বলেন, সরকারীকরনে মাননীয় মুখ্য সচিরেব অবদান ছিল সবচেয়ে বেশী।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here