ছাতকে ৩শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

0
183

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব ধানবীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার ৩শ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫কেজি করে ব্রি-ধান-৪৮ জাতের ধানবীজ, ২০কেজি করে ইউরিয়া, ১০কেজি করে টিএসপি এবং প্রত্যেক কৃষকের মোবাইল একাউন্টের মাধ্যেমে ৫শ’ টাকা করে বিতরণ করা হয়। এসব ধানবীজ ও সার আনুষ্ঠানিকভাবে বিতরণ করে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত বীজধান ও সার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, এএইও পদ্মমোহন সিংহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন, বিদ্যূৎ ভট্টাচার্য্য, শংকর কুমার দাস, আলাউদ্দিন, সোহেব মাহমুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, আউশ ধানের চাষাবাদ বৃদ্ধির লক্ষে সরকার আউশ প্রণোদনা কর্মসূচী গ্রহন করেছে। কৃষি বিভাগ সরকারের এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার এবং প্রত্যেক কৃষককে ৫শ’ টাকা করে বিতরণ করছে। দেশে খাদ্য উদ্বৃত্ত করার লক্ষে কৃষি বান্ধব সরকার এসব কর্মসূচী হাতে নিয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here