ছাতকে হামলায় সিএনজি চালকসহ ভাঙ্গারী ব্যবসায়ী আহত

0
256

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রিজার্ভ সিএনজিতে যাত্রী না নেয়ায় যাত্রী ও তার লোকজনের হামলায় সিএনজি চালকসহ ভাঙ্গারী ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহত সিএনজি চালক জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের বারিক মিয়ার পুত্র শফি(২০) ও দক্ষিন বড়কাপন গ্রামের ফুরকান আলীর পুত্র ভাঙ্গারী ব্যবসায়ী আব্দুল কাহার(৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শ্রীপুর-বড়কাপন সড়কের কপলা নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে সিএনজি রিজার্ভ করে ভাঙ্গারী মালামাল নিয়ে বড়কাপনের উদ্দেশ্যে রওয়ানা করেন ভাঙ্গারী ব্যবসায়ী আব্দুল কাহার। সিএনজিটি কপলা এলাকায় পৌছলে কপলা গ্রামের হাছন আলীর পুত্র লিলু মোল্লা সিএনজির গতিরোধ করে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। সিএনজিটি রিজার্ভ হওয়ায় যাত্রী উঠানো যাবে না বলে চালক তাকে জানিয়ে দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে লিলু মোল্লা ও তার স্বজনরা হামলা চালিয়ে চালক ও ভাঙ্গারী ব্যবাসয়ীকে আহত করে। এ ঘটনায় জাউয়া পুলিশ তদন্ত্র কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়া হয়। হামলার প্রতিবাদে শীপুর-বড়কাপন সড়কে পরিকহন ধর্মঘট পালন করা হয়। পরে স্থানীয়দের অনুরোধে বিকেলে ধর্মঘট প্রত্যাহর করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here