ছাতকে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে আহত

0
246

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান উপজেলার কালারুকা ইউনিয়নের পীরপুর বাণী সেবাশ্রমে তিনদিন ব্যাপী নাম ও লীলা সংকীর্তন আজ রোববার থেকে শুরু হবে। শ্রী শ্রী ঠাকুর বাণীর আবির্ভাব তিথি উপলক্ষে অষ্ট প্রহর ব্যাপী লীলা সংকীর্তনে দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়াগণ কীর্ত্তন পরিবেশন করবেন। পীরপুর, লক্ষীপুর, নানশ্রী, হরিষপুর ও পারকুল গ্রামের সনাতন ধর্মীয় লোকজনের উদ্যোগে আয়োজিত লীলা কীর্ত্তনে রোববার সন্ধ্যায় শ্রীমদ্ভাগভত গীতা পাঠ অনুষ্ঠিত হবে। গীতা পাঠ করবেন ছাতক মহা প্রভুর আখড়ার সেবায়িত হিমাদ্রী গোস্বামী মহর। রাতে লীলা কীর্ত্তন অনুষ্ঠানের শুভ অধিবাসের মাধ্যমে মহোৎসবের সূচনা হবে। লীলা কীর্ত্তন পরিরেশন করবেন ছাতক পীরপুরের রমেন্দ্র নারায়ন দাস অতি, স্বপন মালাকার, সিলেট করের পাড়ার গীরিরাজ দাস জুয়েল ও শ্রীমঙ্গল ভীমসীর শুভ রায়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here