ছাতকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0
316

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দিস্থ আল-কাওছার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিশুদের দেশাত্ববোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। মাওলানা আ.ন.ম আব্বাস আলীর সভাপতিত্বে ও সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাজিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, শিক্ষক আলাছ উদ্দিন, সমাজসেবী আফজাল হোসেন সেবুল, আলী হোসেন মানিক। বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক এমরান আহমদ, তুরন মিয়া মেম্বার, মাওলানা মহি উদ্দিন মল্লিক, হাফিজ নেছার আহমদ সাকি, স্থানীয় ফজর উদ্দিন, মাফিজ আলী, আসদ আলী, আলা উদ্দিন, শফিক মিয়া, মঈনুল হক, মনসুর আহমদ, প্রবাসী সেলিম উদ্দিন, যুব সংগঠক ফখরুল হোসেন, আবদুল মুক্তাদির ফয়জুল, সংগঠনের সোলেমান আহমদ, আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের, সাইদুর রহমান, সেজুল আহমদ, ফাহিম আহমদ জামিল, সারোয়ার হোসেন রাজা, আতিকুর রহমান, নুর আলম, তাসলিম আহমদ, দিলোয়ার হোসেন দুলু, নিতারুল আমিন, রুহুল আমিন, ফখরুল আমিন, সুয়েব আহমদ, সোহাগ আহমদ, মারজান আহমদ, তাজ হোসেন, নুরুল হোদা প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাসুদ আহমদ। সভাশেষে দেশাত্ববোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১২জন শিক্ষার্থীর মধ্যে ক্রেষ্ট এবং ১৭জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here