ছাতকে বেগম রোকেয়া স্মরণে র‌্যালী ও আলোচনা সভা

0
260

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ ছাতক পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩য় নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নতিকরন(সেক্টর)জেন্ডার এ্যাকশন প্ল্যানের আওতায় নারী জাগরনের পথিকৃৎ বেগম রোকেয়া স্মরণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভা চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভা চত্ত¡রে এসে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে প্যানল মেয়র আখলাকুল আম্বিয়া সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর সচিব মোহাম্মদ সামছুদ্দিন। বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সামছুন্নাহার, তাসলিমা জান্নাত কাকলী, শিক্ষক তমাল পোদ্দার, মানিক মিয়া লিটু প্রমুখ। এসময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এমদাদ হোসেন, কর আদায়কারী জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, পৌরসভার শহিদুল হক, শীলা বড়–য়া, রতন দে, লাভলী ব্যানার্জ্জী, কুন্তলা রানী রায়, কল্যনব্রত দাস, নাজির হোসেন, অজিত দাস, বিজয় পাল, লিলি দেব, পৌর শিক্ষক নিজাম উদ্দিন, ফারুক আহমদ, সাবিনা ইয়াসমিন, কাকলী দেবনাথ, দিপ্তী রানী নাথ, আম্বিয়া বেগম, আয়শা বেগম, স্বপ্না ভট্টাচার্য্য, সায়েরা বেগম, ফেরদৌসী আক্তার, চিত্রা ঘোষ, শামীমা বেগম, রেশমা আক্তার, রুমা রায়, রেহানা আক্তার, অর্চনা কর, স্মৃতি দাসসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here