ছাতকে বসতঘর ভাংচুরের অভিযোগে পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি মামলা

0
236

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। ভুমিসহ বসতঘরের মালিকানা দাবী করে প্রতিপক্ষরা হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে বলে উভয় পক্ষই প্রতিপক্ষকে দায়ী করে এসব মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ১৪ নভেম্বর ভোরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে। এ ঘটনায় গ্রামের ছাইম উল­াহর পুত্র মবশ্বির আলী বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে একই গ্রামের মৃত হুশিয়ার আলীর পুত্র শরীফ উদ্দিন বাদী হয়ে মবশ্বির আলী, আব্দুল আহাদ, আরজ আলী লায়েছ মিয়াসহ ২১জনের বিরুদ্ধে ছাতক থানায় পৃথক দু’টি মামলা( যথাক্রমে নং-১৮ ও ১৯) দায়ের করে। খোঁজ নিয়ে জানা যায়, জাহিদপুর গ্রামের ১৬ শতক বাড়িয়ান ভিপি ভুমি ১৯৭৪ সাল থেকে সরকারী ভাবে লিজ গ্রহন করে হুশিয়ার আলী। হুশিয়ার আলীর মৃত্যুর পর তার সন্তান মুহউদ্দিন, শরীফ উদ্দিন ও ইমাম উদ্দিন লিজের শর্ত পুরন করে বসাবাস করে আসছে। স¤প্রতি এ ভুমির মালিকানা দাবী করে অর্পিত সম্পত্তি থেকে ভুমিকে অবমুক্ত করতে গ্রামের মবশ্বির আলী সুনামগঞ্জ জেলা জজ আদালতে একটি আপিল মোকদ্দাম(নং-৫৩/১৭) দায়ের করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আদালতের অপর এক আদেশে গত ১২ নভেম্বর জাহিদপুর তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল আহমদ আইন-শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। শরীফ উদ্দিনের অভিযোগ থেকে জানা যায়, আইনী সকল প্রক্রিয়া অমান্য করে ১৪ নভেম্বর ভোরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বসতঘরে হামলা চালায়। ভুমি দখল নিয়ে বসতঘর ভাংচুরসহ বাড়ির যাবতীয় গাছপালা ও বাঁশ-বেত কেটে সাবার করে হামলাকারীরা। খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল আহমদ নিশেদাজ্ঞা অমান্য করে শান্তি বিনষ্ট করার অপরাধে মবশ্বির আলী ও আব্দুল আহাদসহ ৫ জনকে আটক করেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সরকারী এ ভিপি সম্পত্তি লিজ গ্রহন করে স্বাধীনতার পর থেকে হুশিয়ার আলী তার পরিবার নিয়ে এ বাড়িতে বসবাস করে আসছে। হঠাৎ করে কেউ মালিকানা দাবী করা অযৌক্তিক। ছাতক থানার ওসি আতিকুর রহমান পাল্টা-পাল্টি মামলার কথা স্বীকার করে জানান, তাদের মধ্যে ভুমি সংক্রান্ত বিরোধের বিষয়টি আদালতে বিচারধিন। হামলার কারনে এতে-অন্যের বিরুদ্ধে কাউন্টিার মামলা দায়ের করেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here