ছাতকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পাঠশালায় আনন্দ উৎসব

0
305

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের কৃতিসন্তান নজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব পদে নিয়োগ পাওয়ায় নজিবুর রহমানের শৈশবের পাঠশালা গনেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মুখ্য সচিবের গ্রামের বাড়ি গনেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ আনন্দ উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুরাদ আহমদ ও সাব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, মুখ্য সচিবের বড় ভাই হাজী আফাজ উদ্দিন, গনেশপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, গনেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। বক্তব্য রাখেন, ব্যবসায়ী হাজী ইসহাক আলী, হাজী ফারুক আহমদ, হাজী আশিদ আলী, হাজী দুদু মিয়া, হাজী মখলিছ আলী, অ্যাড. বদর উদ্দিন, আনসার উদ্দিন মেম্বার, শিক্ষক দেলোয়ার হোসেন খান, শিক্ষক তাজুল ইসলাম, দিলোয়ার হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সংস্থার নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সর্বস্তরেের লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে সচিবের সফল কর্মজীবন ও দীর্ঘ   জীবন    কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান। পরে মিষ্টি বিতরণ করা হয়।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here