ছাতকে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩, ভাংচুর ও লুটপাট

0
374

খবর৭১:হাবিবুর রহমান নাসির ,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ইউনিয়নের বারকাপন গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা রজব আলীর পুত্র শফিক মিয়া বাদী হয়ে রাজু মিয়া, এনামুল হক, অভি ও সিরাজুল হকের বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে ছাতক থানার এসআই রহিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ থেকে জানা যায়, শফিক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের রাজু মিয়ার বিরোধ চলে আসছিল। ১০ ফেব্রুয়ারী শফিক মিয়ার বাড়িতে আসার পথে তার আত্মীয় খাইরগাঁও গ্রামের রফিক আলীর সাথে গ্রামের একটি দোকানে প্রতিপক্ষের লোকজনের কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজন সালিশে নিস্পত্তির চেষ্টা করলেও প্রতিপক্ষের অসহযোগিতার কারনে তা নিস্পত্তি হয়নি। এ ঘটনার জের ধরে রোববার সকালে রাস্তায় একা পেয়ে শফিক মিয়ার পুত্র আছাদ মিয়াকে মারধোর করে প্রতিপক্ষের লোকজন। পরে তারা শফিক মিয়ার বসত ঘরে অনধিকার প্রবেশ করে বসতঘর ভাংচুর ও লুপাট চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় হামলাকারীরা ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলেও অভিযোগ বলা হয়েছে। বাদী শফিক মিয়া জানান, প্রতিপক্ষের সশস্ত্র লোকজন তার পুত্রকে গ্রামের রাস্তায় একা পেয়ে মারধোর করে এবং অতর্কিত হামলা চালিয়ে তার বসত ঘর ভাংচুর ও লুটপাট করে তারা। এ ব্যাপারে রাজু মিয়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বিকার করে জানান, প্রতিপক্ষরা অকারনে তার ভাতিজাকে মারপিট করেছে। তাদের বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়ে বিচার প্রার্থী হয়েছিলাম।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here