ছাতকে নৌকা নিয়ে একই মঞ্চে বিবদমান আওয়ামীলীগ

0
280

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ৩ যুগ পর একই মঞ্চে মিলিত হয়েছে ছাতক-দোয়ারার বিবদমান আওয়ামীলীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয় নিশ্চিতকরনে এবং দলের সাংগঠনিক কাঠামো আরো মজবুত স্বার্থে বিবদমান আওয়ামীলীগের মধ্যে এ ঐক্যের সুর বেজে উঠেছে। গতকাল শুক্রবার সকালে ছাতক সরকারী বহুমুখী মডেল হাই স্কুল ক্যাম্পাসে আয়োজিত এক জনাকীর্ণ সমাবেশে জেলা ও উপজেলার সিনিয়ির নেতৃবৃন্দের উপস্থিতিতে সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক এমপি এবং এ আসনে মনোনয়ন বি ত উদিয়মান আওয়ামীলীগ শামীম আহমদ চৌধুরী হাতে-হাতে মিলিয়ে ঐক্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত কদিন ধরে ছাতক-দোয়ারার আওয়ামী পরিবারের মধ্যে বইছিল সহনশীল ঐক্যের পরিবেশ। শুক্রবার সেই মাহেন্দ্রক্ষনে আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীদের শুরু হয় এক বাঁধভাঙ্গা উল্লাস। নৌকা-নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহর। উভয় বলয়ের নেতা-কর্মীদের মধ্যে কোলাকোলি। এক অভূতপূর্ন মিলন মেলায় আবেগ-আপ্লোত হয়ে ভালোবাসার আবেগে মানিক-শামীম একে অন্যকে বুকে জড়িয়ে ধরেন। এসময় গোটা সভাস্থল পরিনত হয় আওয়ামী পরিবারের মিলন মেলায়।
জানা যায়, স্বাধীনতার পর থেকেই ছাতক-দোয়ারাবাজার আওয়ামীলীগের একটি শক্তিশালী ঘাটি হিসেবে মনে করতেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ১৯৯৪ সাল থেকে ছাতক-দোয়ারাবাজারসহ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ দেশের দু’ কিংবদন্তি নেতা, সুনামগঞ্জের কৃতি সন্তান আওয়ামীলীগ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আব্দুস সামাদ আজাদ ও সাবেক রেলমন্ত্রী, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলয়ে বিভিক্ত হয়ে পড়ে। অবিসংবাদিত দু’নেতার অনুসারী বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক ও বর্তমান পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার অনুজ শামীম আহমদ চৌধুরী নেতৃত্বে ছাতক-দোয়রার আওয়ামী পরিবার দুটি বলয়ে বিভক্ত হয়ে পড়ে। জাতীয় কর্মসূচী থেকে শুরু করে জাতীয়-স্থানীয় নির্বাচনেও দুটি বলয়ের বিভক্তি ও দ’ুধারায় পরিচালিত হতে দেখা গেছে। দলীয় কার্যক্রম নিয়ে বছরের পর বছর দু’গ্র“পের মধ্যে দাঙ্গা-হাঙ্গামাসহ পক্ষে বিপক্ষে হামলা-মামলার ঘটনাও ঘটতে দেখা গেছে। সুরঞ্জিত সেনগুপ্তের অনসারী মুহিবুর রহমান মানিক ও আব্দুস সামাদ আজাদের অনুসারী পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও তার অনুজ শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাতক-দোয়ারায় আওয়ামী পরিবারও ছিল দু’ভাবে বিভক্ত। প্রত্যেক বলয়ে ছাতক-দোয়ারা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পৃথক-পৃথক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও রয়েছে । জেলা, বিভাগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উদ্যোগে দলীয় বিভেদ নিরসনে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ সিলেট সার্কিট হাউজে দলীয় সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুনামগঞ্জে আওয়ামীলীগের দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নিয়েও সফল হয়নি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ তিন যুগের দলীয় কোন্দল ভুলে গিয়ে একই মে এককাতারে দাড়িয়ে নৌকা বিজয়ের শপথ নেন ছাতক-দোয়রার আওামীলীগ। ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুবর রহমান মানিক, মনোনয়ন বি ত নেতা শামীম আহমদ চৌধুরী, যুবলীগ নেতা পংকজ চৌধুরী প্রমুখ। এ সময় দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, পৌর কামান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আব্দুল মছব্বির, আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আখলাকুর রহমান, অদুদ আলম, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব সুন্দর আলী, আফজাল আবেদীন আবুলসহ আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহরে নৌকার সমর্থনে মানিক-শামীমের একটি প্রচার মিছিল বের করা হয়।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here