ছাতকে নাগরিক ফোরামের উদ্যোগে ৫০ জন ছেলে শিশুকে ফ্রি খৎনা

0
340

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের ইসলামপুর সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে মেডিকেল টিমের মাধ্যমে এলাকার ৫০ জন ছেলে শিশুকে ফ্রি খৎনা করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী ইসলামপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এসব শিশুদের ফ্রি খৎনা করা হয়। ফোরামের পক্ষশ থেকে খৎনায় অংশ নেয়া প্রত্যেক শিশুকে ১টি লুঙ্গি, ১টি গামছা, ১টি টিস্যু, ১টি সাবান ও ১প্যাকেট করে ম্যাগো জুস বিনামুল্যে প্রদান করা হয়। সেচ্ছায় ফ্রি খৎনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী আবুল হাসান। এসময় ছাতক পাথর ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন, হাজী আফাজ উদ্দিন, হাজী ইছহাক আলী, হাজী নাজিম উদ্দিন, সামছুজ্জামান রাজা, হাজী ফারুক মিয়া, নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, হাজী শুকুর উদ্দিন, হাজী লিলু মিয়া, মাওলানা আকিক হোসাইন, জহির আহমদ, মুরাদ আহমদ, হাজী দুদু মিয়া, বাবুল মিয়া মেম্বার, প্রধান শিক্ষক আব্দুল গনি, শিক্ষক লুৎপুর রহমান, সাব্বির আহমদ, ফোরামের সাজ্জাদুর রহমান মেম্বার, নাজির হোসেন, আব্দুল বারী চপল, হাজী বদরুল আলম, মোহাম্মদ আলী, দুলাল মিয়া, মোশারফ হোসেন, মুক্তার আলী, জাবেদ আহমদ, জাবেদ জামান, জাহিদ হাসান রুহেল, হোসাইন আহমদ, ফাহিম শাহরিয়ার রেজুয়ান, হিমরান হোসেন, নাদেল আহমদ, মোস্তাফিজুর রহমান পল্লব, আবু বক্কর, কামরান, ফখরুল ইসলাম বাদশাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here