ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩৫

0
211

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :
ছাতকে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৩৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার বিকালে ছাতক পৌরসভার মোগলপাড়া গ্রামের মজার মিয়ার পুত্র ফয়সাল ও সাইফুল ও একই গ্রামের মৃত হারিছ আলীর পুত্র বুরহান আলীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন।
এর জের ধরে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় ঘন্টাব্যাপি ইট পাটকেল ও দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের সংঘর্ষে হারিছ আলীর পুত্র বুরহান আলী (৩০) ও মমতা বেগম (২৫) জামাল মিয়ার পুত্র জালাল (১২) আতাউর রহমানের পুত্র তোফায়েল (১৯) মুজা মিয়ার স্ত্রী ফাহিমা (৫০) ও পুত্র শাহিন (২০) হাছন মিয়ার পুত্র আছির মিয়া (৪৫) আব্দুল জলিলের পুত্র রাসেল মিয়া (৩০) জামাল মিয়ার স্ত্রী সাহানা (২৫) তজমুল আলী ছেলে দুলন (২০) সহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে মমতা বেগম(২৫) নামের এক মহিলাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিদের ছাতক জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here