ছাতকে জিংক সমৃদ্ধ ধান চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
295

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এফআইভিডিবি ও হারভেষ্ট প্লাসের উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধান চাষ ও উপকারিতা বিষয়ক এক কৃষক মাঠ দিবস গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। কৃষক আলী আহমদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক, উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদ্ম মোহন সিংহ। বক্তব্য রাখেন, এফআইভিডিবির সিডিএসপি প্রজেক্ট ম্যানেজার জামাল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ নাইমুর রহমান খান, প্রোগ্রাম অফিসার এসএম মহিউদ্দিন খাজা, হুসাইন আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি-হারভেষ্ট প্লাসের প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব প্রমুখ। এদিকে চলতি অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে একই মে রোপা আমন ধানের কৃষক মাঠ দিবস ও অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন চলতি বছরে ছাতক উপজেলায় খাদ্যে স্বয়ংসম্পুর্ন হয়ে ১২ হাজার মেট্রিকটন খাদ্য উদৃত্ব হয়েছে। এটা এখানের কৃষি বিভাগের অবদান। ভবিষ্যতে কৃষি বিভাগ ও কৃষকদের সহায়তায় আমাদের ছাতক অ ল আরো সমৃদ্ধ হবে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here