ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে পৌরসভার র‌্যালী ও আলোচনা

0
435

হাবিবুর রহমান নাসির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় স্যানিটেশন মাস উদযাপনে পৌরসভার উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন(সেক্টর) প্রকল্পের সহযোগিতায় পৌর ভবন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে আবার পৌরভবন চত্ত্বরে এসে শেষ হয়। পরে পৌরসভার হলরুমে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সচিব সামছুদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, হিসাব রক্ষণ কর্মকর্তা এমাদুল হক, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন(সেক্টর) প্রকল্পের এলসিডিএ নূরে আলম সিদ্দিকী, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, পৌরসভার কল্যানব্রত দাস, রতন দেব, শহীদুল হক মোল্লা, নাজির হোসেন, শিলা বড়ুয়া, লাভলী ব্যানার্জী, কুন্তলা রায়, চন্দন বর্ধন, দানিয়া নিজামী জন, শরীফ আহমদ, কেতকী আচার‍্য, অজিত দাস, বিজয় পাল, সুব্রত হালদার, রতন দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here