ছাতকে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে ব্যালী ও আলোচনা সভা

0
298

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) আমিনুল ইসলাম ভূঁইয়া, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, উপ খাদ্য পরিদর্শক সুজন রায়, নিরাপত্তা প্রহরী আবুল কালাম প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন, খাদ্য উৎপাদন, আমদানী, প্রক্রিয়াকরন, মজুদ, সরবরাহ, বিপনন ও বিক্রয় কার্যক্রম সরকারী নীতিমালার আলোকে চলতে হবে। এসব বাস্তাবায়ন করতে থাকবে একটি দক্ষ ও কার্যকর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটি। নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষে প্রতি মাসে চলবে মোবাইল টিম কার্যক্রম।##

ছাতকে অজ্ঞাতনামা
ব্যক্তির লাশ উদ্ধার
হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পঞ্চাশ উর্ধ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকা এ লাশ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই পীযুষ কান্তি দেবনাথ ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত এ লাশ উদ্ধার করেন। শুকবার রাতে কোন এক সময় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এ ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে পুলিশের ধারনা। ছাতক থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম জানান, বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।##

ছাতকে সমাজসেবা কর্মকর্তার
বিদায় সংবর্ধনা
হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনসুজ্জামান খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দয়ো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সামাজসেবা কর্মকর্তা আনিসুজ্জামান খান। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আ্দুল মুছাব্বির, সাবেক কামন্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার স্বারাজ কুমার দাস, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, কদর মিয়া, তালেব আলী, লাল মিয়া, নিজাম মিয়া, ফজর উদ্দিন, শাহজাহান মিয়া প্রমুখ। সভা শেষে বিদায়ী অতিথির হাতে সম্মাননা কেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন মুক্তিযোদ্ধাবৃন্ধ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here