ছাতকে জাউয়ায় ২৫লাখ টাকা মূল্যের ৫০কেজি গাঁজাসহ পিকআপ আটক।

0
236

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ):
ছাতকে জাউয়া-কচুরগাঁও সড়কের মূখ থেকে ৫০কেজি গাঁজা ও একটি পিকআপ আটক করেছে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। সোমবার ১৯মার্চ ২০১৮ইং গভীর রাতে উপজেলার সড়কের জাউয়াবাজার পয়েন্ট থেকে এগুলো আটকব করা হয়। এ সময় অভিযানের খবর টেরপেয়ে মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়। সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ভাতগাঁও-জাউয়াবাজার সড়কের মূখ থেকে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান ও পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি রেইডিংটিন গঠন করে বিশেষ অভিযান চালিয়ে এসব গাঁজা ও পিকআপ আটক করা হয়। আটককৃত গাঁজা ও পিকআপের বাজার মূল্য ২৫লাখ টাকা। অভিযানে অংশ নেন বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ, সিপাই কিংকর কুমার রায়, সোহরাব হোসেন চৌধুরী এবং জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দের এএসআইমফিজুল ইসলামসসহ একদল পুলিশ দল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিক্তিতে ছাতক উপজেলার ভাতগাঁও-জাউয়াবাজার পয়েন্ট এলাকায় বিষেশ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও একটি পিকআপ আটক করতে সম হই। অভিযানের টের পেয়ে কয়েকজন মাদকব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক আসামীর বিরুদ্ধে গাঁজা সংরন, ব্যবসাকরণ ও বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ১৯৯০ এর ১৯(১) এর ৭(খ), ২৫ ও ৩৩(১) ধারায় ছাতক থানায় মামলা রুজ্জু করা হয়েছে। জব্দকৃত আলামত বিভাগীয় হেফাজতে আছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here