ছাতকে কৃষি শুমারী গননা কার্যক্রম সম্পন্ন

0
367

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
কৃষি শুমারী সফল করি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” শ্লোগানে ছাতকে বাদ পড়াদের খোঁজে শেষ দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছেন নিয়োগকৃত গননাকারীগন। শুমারীতে পৌর এলাকাসহ উপজেলার সবগুলো ইউনিয়নের পরিবারের কৃষি বিষয়ক তথ্যগুলো তুলে আনছেন তারা। শুমারীতে প্রাপ্ত তথ্য দেশের কৃষিক্ষেত্রের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রযাত্রায় ব্যাপক ভুমিকা রাখবে বলে জানান শুমারীর দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা। উপজেলা পরিসংখ্যান বিভাগ সুত্রে জানা যায় ছাতকের ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ৩শ’ ৩২জন গননাকারী, ৫৬জন সুপারভাইজার ও বিভিন্ন ইউনিয়নে ৫জন তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। শুমারী চলাকালে প্রতিটি পরিবারের ১৬টি প্রশ্নের মাধ্যমে ৪৯টি তথ্য সংগ্রহ করছেন গননাকারীগন। ছাতক সদর, কালারুকা ইউনিয়ন ও ছাতক পৌরসভার দায়িত্বে নিয়োজত আকিক মিয়া জানান, ছাতকের জনপ্রতিনিধিগন ও গননাকারীসহ সকলের সহযোগীতায় সুষ্টুভাবে কৃষি শুমারী সম্পন্ন হচ্ছে। বৃহস্পতিবার দপ্তরে এ সংক্রান্ত সকল ফাইলপত্র জমা করবেন সুপারভাইজারগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here