ছাতকে আয়ধন বিবি হত্যা মামলায় ভাই-বোন জেল হাজতে

0
248

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আয়ধন বিবি হত্যা মামলার প্রধান আসামী আলী আহমদ ও তার বোন রেহেনা বেগমকে আদালত জেল-হাজতে পাঠিয়েছে। মঙ্গলবার ওই দুই আসামী সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজেষ্ট্রিট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজেষ্ট্রিট বেলাল আহমদ জামিন না মঞ্জুর করে তদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলা দায়েরের পর দুই আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী আয়ধন বিবি(৬৫)কে গত ১৩ জুন মধ্যরাতে সিঁধ কেটে ঘরে ঢুুকে আয়ধন বিবিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আয়ধন বিবি’র নাতি তানভিরের দেয়া জবানবন্দি অনুযায়ী তার মামা আলী আহমদ ও সহযোগীরা আয়ধন বিবিকে হত্যা করে। এই হত্যার ঘটনায় থানায় এজহার দায়ের করলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। পরবর্তীতে নিহত বৃদ্ধার মেয়ে মিনারা বেগম বাদী হয়ে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে একটি মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here