ছাতকের সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত

0
243

হাবিবুর রহমান নাসির ,ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদে উপনির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বরখাস্থ হওয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের করা একটি রিটের ওপর শুনানি শেষে ১৮ ফেব্রুয়ারী সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরে আদেশের কপি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে হাতেহাতে পেশে করেন সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের পক্ষে শাহ আলম বাসিত। উচ্চ আদালতের আদেশের এ কপি রাখতে নির্বাচন কর্মকর্তা অনেকটা অনিহা প্রকাশ করলে পৃথক একটি আবেদনের মাধ্যমে আদেশের কপি গ্রহন করে নিবাচন কার্যালয়। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি সিংচাপইড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২৩ জানুয়ারি নির্বাচনে তফসিল ঘোষণা করার পর ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধসহ নির্বাচনী সকল কার্যক্রম সম্পন্ন করে উপজেলা নির্বাচন কার্যালয়। বাদি পক্ষের আইনজীবী আব্দুল মতিন খসরুর মতে, বাদীর রিটের নিস্পত্তি না করে স্থানীয় সরকার বিভাগ উপ নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন। ফলে আদালত নির্বাচন স্থগিত করেন। এর প্রেক্ষিতে বরখাস্থকৃত সিংচাপইড় ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এখন স্বপদে ফিরতে কোনো আইনী বাধা নেই। বিগত বছরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অতিরিক্ত কাজের টাকা আদায়ে ছাতক উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অবস্থান নিয়ে ফেইসবুকে লাইভ সম্প্রপ্রচার ও একটি মামলায় সাজার অভিযোগে সাহাব উদ্দিন সাহেলকে গত বছরের ১৫ জুলাই চেয়ারম্যান পদ থেকে প্রথমে সাময়িক পরে স্থায়ীভাবে বহিস্কার করে স্থানীয় সরকার বিভাগ। এ বহিস্কারের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন (১০৪৮৫/১৮) করেন সাহেল। রিটের পর তিনি আবারো স্বপদে ফিরেন। পরবর্তীতে ওই রিট ব্যাকেট করে রিটের নিস্পত্তির জন্য ৮ সপ্তাহের সময় নেয় স্থানীয় সরকার বিভাগ। কিন্তু সময়ের মধ্যে কোনো জবাব না দেওয়ায় আদালত কর্তৃক রুলও জারি করা হয়। রুলর জবাব কিংবা নিস্পত্তি না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করায় মঙ্গলবার ৬ মাসের জন্য তা স্থগিত করেন আদালত। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, কমিশন কর্তৃক নির্বাচন স্থগিতের কোন আদেশ এখনো তার হাতে এসে পৌছেনি। যে কারনে তিনি নির্বাচন স্থগিত বলতে পারেন না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here