ছাতকের গোবিন্দগঞ্জে ট্রাক শ্রমিকদের উপর হামলা, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

0
225

হাবিবুর রহমান নাসির ,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতকের গোবিন্দগঞ্জে সড়কের পাশে ট্রাক দাড় করানোকে কেন্দ্র করে ট্রাক শ্রমিকদের উপর হামলা করেছে দোকান মালিকরা।রোববার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সড়কের পাশে ট্রাক দাড় করানো নিয়ে ট্রাক শ্রমিকদের সাথে বাক-বিতন্ডা হয় পয়েন্টের নিলীমা মটরসের মালিক আবুল কালামের। এক পর্যায়ে দোকান মালিক পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে ট্রাক শ্রমিকদের উপর হামলা চালায়। এ ঘটনায় একঘন্টা সড়ক অবরোধ কর্মসূচী পালন করে ট্রাক শ্রমিকরা। তাৎক্ষনিক মধ্যস্থতা করে রোববার সন্ধ্যায় বিষয়টি নিস্পত্তির আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। খবর পেয়ে ছাতক থানার ওসি(অপারেশন) কাজী গোলাম মোস্তফা ঘটনাস্থলে পৌছে আবুল কালামের দোকান থেকে লোহার রড, পাইপসহ হামলায় ব্যবহৃত লাঠি-সোটা উদ্ধার করেন। রোববার সকালে আবারো সড়কের পাশে ট্রাক রাখা নিয়ে ট্রাক শ্রমিকদের উপর হামলা করা হয়েছে। এর আগে গত ৪ জুলাই গোবিন্দগঞ্জ-ছাতক সওজ’র ভূমির পাশে ট্রাকসহ অন্যান্য যানবাহান ও পথচারী দাড়ানোতে বাঁধা অপসারন প্রসঙ্গে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়ারা সার্কেল ও ছাতক থানার ওসি বরাবরে একটি চিঠি প্রদান করেন ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। চিঠিতে সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ থেকে কলেজ রোড পর্যন্ত রোডের উভয় পাশে ১০ মিটার পর্যন্ত ভূমি ফাঁকা রাখার জন্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের (মামলা নং-১৫৪৬/১১) নির্দেশনা রয়েছে। নির্দেশনাটি যথাযত পালন না হওয়ায় যানবাহন শ্রমিক ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে প্রতিনিয়ত অনাকাঙ্খিত যানজট সৃষ্টি হচ্ছে। গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনা, যানজট, মানব জীবনের মূল্যবান    সময় রক্ষায় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার অনুরোধ করা হয়।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here