ছাতকের খেলাধুলাকে এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরকের কাজ করবেঃ এমপি মুহিবুর রহমান মানিক

0
455
ছাতকের খেলাধুলাকে এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরকের কাজ করবে
ছবিঃ হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি।

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সব ধরনের খেলাধুলাকে আন্তর্জাতিক মানে নিয়ে জেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মাণ করছেন।

ছাতকেও নির্মাধিন রয়েছে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম। প্রতিবছর শিক্ষার্থীদের যোগ্য প্রতিযোগি হিসেবে তৈরী করতে ফুটবলসহ বিভিন্ন মৌসুমী প্রতিযোগিতার আয়োজন ক ছে সরকার। তৃণমুল পর্যায়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এখানের খেলাধুলাকে অনেকদুর এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরক হিসেবে কাজ করবে। গতকাল ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, শিক্ষক মিছির আলী, দেলায়ার হোসেন খান, আশিকর রহমান, আরশ আলী, সাজিদুর রহমান, বিল্লাল হোসেন, আফরোজ আলী, মোস্তফা আহমদ, তমাল পোদ্দার প্রমুখ। পরে মাঠে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here