ছাতকের ইসলামপুর ইউনিয়নে বিদ্যুৎ ব্যবস্থা পরিদর্শনে প্রধান প্রকৌশলী

0
330

হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামসহ ১১টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অ লের প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ। রোববার সকালে তিনি সরজমিনে এসব গ্রামের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন পরিদর্শন ও ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলেন। বিদ্যুতের লো-ভোল্টেজ, লোড শেডিংয়ের ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাট ও ঝুঁকিপূর্ণ লাইনের বিষয়টি প্রধান প্রকৌশলীর কাছে তুলে ধরেন গ্রাহকরা। এ সময় উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ আল মামুন, স্থানীয় বাসিন্দা সাদিকুর রহমান সাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল অতীতের সকল অনিয়ম-দূনীতির কথা চিন্তা না করে দ্রুত সময়ের মধ্যে ইসলামপুর ইউনিয়নসহ পিডিবির সকল লাইন সংস্কার করে বিদ্যূতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবী জানান। প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে বলে তিনি গ্রাহকদের আশ্বস্থ করেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here