চৗগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

0
277

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ  যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৬ টা ও সাতটায় যথাক্রমে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের যুদ্ধখ্যাত রনাঙ্গন ও শহীদ মশিউর নগরের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে চৌগাছা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, রিপোর্টার্স ক্লাব, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংহঝুলী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন এখানে পুস্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পন শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, থানা অফিসার ইনজার্চ রিফাত খাঁন রাজিব, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৮ টায় চৌগাছার স্বাধীনতা ভাস্কার্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতীক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পাইলট হাইস্কুল মাঠে এসে শেষ হয়। সেখানে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম। আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here