চৌহালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীর দন্ড

0
242

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চৌহালীর জোতপাড়া বাজারে নিউ যমুনা বেকারীতে রবিবার বিকাল ৪ টার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন চৌহালীর ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান। উক্ত বেকারীর পরিচালনার কোন বৈধ কাগজপত্র না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন, ফুড গ্রেড বিহীন বিভিন্ন ক্ষতিকর রং ও ফ্লেভার ব্যবহার করা, উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় বেকারীর মালিক মোঃ নওশাদ মোল্লাহকে তিন হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

চৌহালীর ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন,” অসাধু বেকারী ব্যবসায়ীরা সাধারণ জনগণকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য তৈরি করে এবং উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ না দিয়ে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে”। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন চৌহালী থানা এস আই মো:মোক্তার হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here