চৌটাইলে পালিত হলো বিদ্যাদেবীর সরস্বতীপূজা

0
625

খবর৭১:-মুহাম্মদ শামসুল হক বাবু : ২২/০১/২০১৮ ইং চৌটাইলে পালিত হলো সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায় মনে করেন সরস্বতী পূজা মানে বিদ্যাদেবীর পূজা করা, কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শিশুদের নিয়ে প্রতিটি নতুন বছরে এই পূজা আরাধনা করলে বিদ্যাদেবী বা জ্ঞানের দেবী জ্ঞান দান করবেন। তাই শিশুদের হাতে শিক্ষার উপকরন তুলে দিয়ে পূজারী তার পূজা করে, শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করেন ও আশির্বাদ নেন। সারা বাংলাদেশের ন্যায় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮নং ওয়ার্ড মেম্বার সঞ্জয় সরকার ও কুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শীতল সরকারের উদ্যোগে এই ধর্মীয় পূজার আয়োজন করা হয়। এতে অত্র এলাকার শিশু শিক্ষার্থীরা প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ ও খিচুরী বিতরন করা হয়।


খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here