চৌগাছায় ৭১’র ইতিহাস ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

0
270

চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জগদীশপুর-মির্জাপুর ইসমাঈল মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার এহিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাক্তার নূর হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সামছুদ্দীন, বেনজীর আহম্মেদ, হায়দার আলী, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন।
মুক্তিযোদ্ধারা বলেন, দেশকে শত্রুমুক্ত করার জন্য জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ভারত থেকে ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়ি। সুন্দর একটি দেশের স্বপ্ন নিয়েই জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধ কোন তামাশা ছিলনা। দূরন্ত সাহস আর মাটির প্রতি ভালোবাসার কারনে আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম। এখন স্বাধীনতা রক্ষার দায়িত্ব তোমাদের। তাঁরা বলেন, তোমরা লেখাপড়া শিখে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাহলেই আমাদের মুক্তিযুদ্ধের স্বার্থকথা আসবে। মুক্তিযুদ্ধের গল্পশুনে শিক্ষার্থীসহ উপস্থিতগণ সকলে শিহরিত হয়ে ওঠেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, তবিবর রহমান, মোফাজ্জেল হোসেন, দিয়ানত আলী, আবেদ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য তোফাজ্জেল হোসেন, মফিজুর রহমান, জাকির হোসেন, সাইফুল হোসেন, ইউপি সদস্য বরকত আলী, এলাকার সুধিমহলসহ প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আবুল কাশেম।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here