চৌগাছায় সৌদি প্রবাসী বিএনপি কর্মীকে নাশকতা মামলায় আসামী করায় সচেতন মহলে তীব্র ক্ষোভ

0
347

চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় ডিবি পুলিশের দায়ের করা কথিত নাশকতা মামলায় সৌদি প্রবাসী এক বিএনপি কর্মীকে আসামী করায় ক্ষোভ দেখা দিয়েছে সর্বমহলে। প্রায় দুই বছর যাবত তিনি পরিবার পরিজন ছেড়ে সুদুর সৌদি আরবে চাকুরী করছেন। সেই ব্যক্তিকে যশোর ডিবি পুলিশ আসামী করে একটি মামলা করেছেন। এ ঘটনায় গোটা উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
দলীয় সূত্র থেকে জানা গেছে, গত ৩০ অক্টোবর সন্ধার পরপরই যশোর ডিবি পুলিশ চৌগাছা শহর ও শহরতলীতে ব্যাপক অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে অন্তত ৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। পরের দিন ৩১ অক্টোবর ডিবি পুলিশের এসআই মোশারফ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক উপাদানাবলী আইনে ৩৯ জনকে আসামী করে একটি মামলা করেন। এই মামলার অধিকাংশ আসামী হচ্ছেন প্রত্যান্ত গ্রামা লের বিএনপির কর্মী সমার্থক। আশ্চার্য বিষয় হচ্ছে মামলায় ১৫ নম্বর আসামী করা হয়েছে সৌদি প্রবাসী উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত সোবাহন আলীর মেঝে ছেলে বিএনপি কর্মী আরজন আলীকে। তিনি প্রায় ২ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন। তাকে এই মামলায় আসামী করায় তার পরিবারসহ সকলেই হতবাক হয়েছেন। আরজন আলীর বড় ভাই আলা উদ্দিন জানান, অনেক কষ্ট করে টাকা যোগাড় করে তাকে বিদেশ পাঠিয়েছে। সংসারে একটু সুখ শান্তি ফিরে পাওয়ার আসায় সে সৌদিতে নিরালস ভাবে পরিশ্রম করছে। অথচ আরজন আলী আজ নাশকতা মামলার আসামী , আমার ভাবতেও অবাক লাগছে। আরজন আলীর স্ত্রী শেফালী বেগম ওরফে শেফা বলেন, নিজেদের কোন জায়গা জমি নেই। দেশে থাকতে সে পরের জমি বর্গা লিজ নিয়ে চাষাবাদ করতো। তিন মেয়ের কথা বিবেচনা করে সে আজ বিদেশ কষ্টে দিন পার করছে। কিন্তু আজ শুনতে পেলাম সে নাশকতা মামলার আসামী হয়েছে। তিনি বলেন বড় মেয়ে উর্মি খাতুন যশোর সরকারী মহিলা কলেজে অনার্স পড়ে, মেঝে মেয়ে বিথি খাতুন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী আর ছোট মেয়ে ২য় শ্রেনীতে পড়ালেখা করে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই সে আজ প্রবাসী। দেশে থাকা কালিন কোন মিছিল মিটিং এমনকি কারও সাথে দ্বন্দ্বও করেনি। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আরজন আলী আসামী হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন। এ দিকে সৌদি প্রবাসী আরজন আলীকে কথিত নাশকতা মামলায় আসামী করায় ব্যাপক সব মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here