চৌগাছায় শিশুমেলা অনুষ্ঠানে উপস্থিত যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল

0
369

মুকুরুল ইসলাম মিন্টু ,চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় তিনি বলেন, শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শুধু শিক্ষা দিলেই হবেনা তাদেরকে মানুষ হবার সংকল্প শেখাতে হবে। এ ক্ষেত্রে সৃজনশীল কাজ ভূমিকা রাখতে পারে। শিশুতোষ কবিতা, গান, অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কন, বই পড়া, বিনোদন শিশুদের কোমল মনকে বিকশিত করতে বাধ্য। সুস্থ্য সংস্কৃতির চর্চা এ জন্য খুবই জরুরী। তিনি আরো বলেন জ্ঞানে-বিজ্ঞানে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তাই আমাদের ভবিষ্যত নির্মানের জন্য শিশুদের গড়ে তোলার কোন বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেনের সভাপতিত্বে শিশু মেলায় এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার এ এস এম কবির, সহকারী তথ্য অফিসার জাহারুল ইসলাম ও এলিন সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়ালীয়ার রহমান, বি এম রফিকুল ইসলাম ও কামরুল বাশার ওমর ফারুক, প্রবীন সাংবাদিক ও সমাজসেবক সাবেক অধ্যাপক মোঃ মসিউল আজম, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক রিমন খান, জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রিনি খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহানুর আলম উজ্জ্বল প্রমুখ। উদ্বোধণী অনুষ্ঠান শেষে বিভিন্ন শাখায় কবিতা আবৃত্তি, গান, একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার এ এস এম কবির। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংগঠনের নেতৃবৃন্দ, গণাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবর৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here