চৌগাছায় যুবনেতা আক্তারের অকাল মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক জ্ঞাপন

0
469

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও পাশাপোল আমজামতলা কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আক্তার (৩৮) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাহির রাজিউন। রবিবার বিকাল চারটার দিকে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুম আক্তারুজ্জামান আক্তরের বড় ভাই মঈনউদ্দিন ময়না জানান, তিনি দীর্ঘ দিন জন্ডিস সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে কিছুটা সুস্থ্য হলে চৌগাছা বাজারস্থ্য বাসাতে নিয়ে আসা হয়। তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ করে রবিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত যশোর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল ৪ টার দিকে সে মারা যায়। আক্তারুজ্জামান আক্তার উপজেলার জামিরা গ্রামের মৃত জামাল উদ্দিন বিশ্বাসের ছেলে। চৌগাছা পৌর এলাকার সাবেক উত্তরণ সিনেমা হলের সামনে নিজ বাসাতে পরিবার পরিজন নিয়ে বসাবাস করতেন। সদা হাস্যজ্জ্বল আক্তারুজ্জামান আক্তার শিক্ষা জীবন শেষ করে ২০০২ সালে পাশাপোল আমজামতলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যপনা শুরু করেন। কলেজটি এমপিও ভুক্তি না হওয়ায় দীর্ঘ ১৬ বছর বিনা বেতন ভাতায় চাকুরী করে অত্যান্ত মানবেতর জীবন যাপন করে অবশেষে সে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে দীর্ঘ দিনের সহযোদ্ধারা। কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহিদ জানান, প্রভাষক আক্তারুজ্জামানের এই অকাল মৃত্যু আমরা কিছুতেই ভুলতে পারছি না। সে কলেজের সৃষ্টিলগ্ন থেকে শিক্ষকতা করছে। অত্যান্ত নিষ্টার সাথে পালন করে গেছেন তার উপর অর্পিত দায়িত্ব, তার শুন্যতা কখনই পুরন হওয়ার নই। এদিকে যুবনেতা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ (সোমবার) বেলা ১১ টায় নিজ গ্রাম জামিরায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here