চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত

0
429

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শ্রমিক সংগঠন গুলো নানা কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে ছিল দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, র‌্যালী, মিলাদ ও দোয়া মাহফিল এবং অবসরে ও মৃত্যুবরণকারী শ্রমিকদের মাঝে অনুদান প্রদান। সকাল সাড়ে ৮ টায় চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার উদ্যেগে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সকাল ১০ টায় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মটরযান শ্রমিক সংস্থার সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, শ্রমিক নেতা মাহাবুর রহমান, আব্দুল মান্নান,আতিয়ার রহমান, নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে মটরযান শ্রমিক সংস্থার অবসরে যাওয়া ও মৃতবরণকারী ১৪ জন শ্রমিক পরিবারের হাতে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সময় চৌগাছা ইমারত নির্মান শ্রমিক সংস্থ্যার উদ্যেগে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে চৌগাছা শ্রমিক লীগের উদ্যেগে সকাল ৯ টার দিকে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় চৌগাছা মেইন বাসষ্টান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দিনে ৮ ঘন্টা শ্রম দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের উপর গুলি চালায় পুলিশ। এতে ১১ জন শ্রমিক শহীদ হন। মূলত সেই দিনের ঘটনার পর হতে বিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠার রক্তঝরা গৌরবময় দিন হিসাবে প্রতি বছর পহেলা মে পালিত হয়ে আসছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here