চৌগাছায় মাদকসেবি ওষুধ ব্যবসায়ী বাবু মাদকসহ র‌্যাবের হাতে আটক

0
252

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকালে উপজেলা চত্তরের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। এ সময় র‌্যাব ওই দোকান থেকে তিন পিচ ফেনসিডিল ও চার পিচ ইয়াবা উদ্ধার করেন বলে জানা গেছে।
সূত্র জানায়, বুধবার বিকাল তিনটার দিকে র‌্যাব-৬ যশোর এর একটি দল চৌগাছার ওষুধ ব্যবসায়ী আশরাফুজ্জামান বাবুর দোকানে অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে ৩ পিচ ফেনসিডিল ও ৪ পিচ ইয়াবাসহ বাবুুকে আটক করেন র‌্যাব। ওষুধ ব্যবসায়ী আশরাফুজ্জামান বাবু সাবেক পশু চিকিৎসক আসাদুজ্জামান আসাদের একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩ টার দিকে প্রথমে একটি প্রাইভেট কার তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। ধারনা করা হচ্ছে ওই প্রাইভেটে একজন উর্দ্ধতন কর্মকর্তা অবস্থান করছিলেন। এর পরপরই সেখানে র‌্যাবের একটি গাড়ি এসে হাজির হয়। প্রাইভেটে থাকা ব্যক্তিকে নিয়ে র‌্যাব ওই ওষুধের দোকানে অভিযান চালিয়ে মাদকসহ বাবুকে আটক করে নিয়ে যায়। এলাকাবাসি জানান, বাবু একজন চিহিৃত মাদকসেবি, তবে সে মাদক ব্যবসার সাথে জড়িত এর আগে কেউ জানতো না। তিনি যে দোকানটিতে ওষুধের ব্যবসা করছেন তা জোর করে এক অসহায় নারীর নিকট থেকে দখলে রেখে বছরের পর বছর ব্যবসা করে আসছেন বলে জানা গেছে। কিন্তু ওষুধের ব্যবসার আড়ালে মাদক বেচাকেনা করতেন তা অনেকেরই অজানা ছিল। এ বিষয়ে আটক বাবুর পিতা আসাদুজ্জামান আসাদ জানান, আমি শুনেছি দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছিল, এ সময় র‌্যাব সেখানে হাজির হলে অন্যরা দৌড়ে পালিয়ে যায় কিন্তু বাবু র‌্যাবের হাতে ধরা পড়ে। চৌগাছার থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা এ ধরনের একটি খবর শুনেছি, তকে আটককৃতকে থানায় দেয়া হয়নি।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here