চৌগাছায় ব্রিজের রেলিং ভেঙ্গে বালু ভর্তি একটি ট্রাক খাদে

0
235

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর); যশোরের চৌগাছায় বালু ভর্তি একটি ট্রাক অপর একটি ট্রাককে সাইড দিতে যেয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে খাদে পড়ে গেছে। দূর্ঘটনায় কেউ মারাত্মক আহত না হলেও ট্রাকটি নিচে পড়ে ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে। শুক্রবার সকালে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা মাদ্রাসা সংলগ্ন বয়সাগাড়ি খালের উপর ব্রিজে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে মহেশপুর দিক থেকে চৌগাছা অভিমুখে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট-১১-২৯১৪ বয়সাগাড়ি খালের উপর ব্রিজে পৌছায়, একই সময় চৌগাছা থেকে ছেড়ে যাওয়া অপর একটি ট্রাক ব্রিজের উপর উঠে গেলে তাকে সাইড দিতে যেয়ে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে খালে পড়ে যায়। দূর্ঘটনায় ট্রাকের চালক সোবাহান আলী (৪৫) কিছুটা আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দূর্ঘটনার কবলে পড়া ট্রাকটি ব্রিজের নিচে পড়ে ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারি দল ট্রাকটি উদ্ধারে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here