চৌগাছায় বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

0
207

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিএনপি ও তার সহযোগী সংগঠন নানা কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল ভোর ৬ টায় কার্যালয়ে দলীয় পতাকা উত্তেলান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বিকাল সাড়ে ৪ টায় বিএনপির দলীয় কার্যালয়ে (কাঁচা বাজারস্থ্য) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম। আলোচনা সভায় শহীদ জিয়ার স্মৃতি চারন করে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিএম আজিম উদ্দিন, বিএনপি নেতা হুসাইন আহমেদ, সর্দার আনিছুর রহমান, মাষ্টার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ লতা, আব্দুর রাজ্জাক, প্রভাষক জহুরুল ইসলাম, মজনুর রহমান, এসএম মিলন, মাষ্টার আলি আকবর, উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএম আইনাল হোসেন, ডাঃ আবু হানিফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফারুজ্জামান সাইফার, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক রিংকু, তৌহিদুর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সোহেল রানা প্রমুখ। এ সময় বিএনপি নেতা গোলাম মোস্তফা, আব্দুল মালেক, বিএম আইনাল হোসেন, রবিউল ইসলাম, ফুল মিয়া, আবু মুসা, যুবনেতা ফারুক আহমেদ, কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, সামাউল ইসলাম, ছাত্রদল নেতা সাব্বির হোসেন, আশিকুজ্জামান, সামাউল হক, মেজবার হোসেন, আব্দুল গফ্ফার, সাইফুল ইসলাম, কামাল আহম্মেদ, তারেক হাসান, দেলোয়ার হোসেন, জাকির হোসেনসহ বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর দলীয় কার্যালয়ে সভা করার অনুমতি পাওয়ার পর সভায় সর্বস্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থাস্থ্য দীর্ঘায়ু ও যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল আলিম।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here