চৌগাছায় পুলিশ পরিচয়ে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা এক ছাত্রলীগ নেতাসহ আটক তিন

0
292

চৌগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের চৌগাছায় পুলিশ পরিচয় দিয়ে মটরসাইকেল ছিনতাই করার সময় পাকড়াও হলেন এক ছাত্রলীগ নেতা সহ তিন যুবক। ভুক্তভোগী ও স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। সোমবার দিবগত রাত ৮টার দিকে চৌগাছা-শার্শা সড়কের মস্যমপুর স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আটক তিন যুবককে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, চৌগাছা ডিভাইন গার্মেন্টেসে কর্মরত যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের সায়েম হোসেন ও তার স্ত্রী লতা খাতুন ডিউটি শেষে রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির উদ্যেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চৌগাছা শার্শা সড়কের মস্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে তাদের মটরাইকেলে গতিরোধ করে তিন যুবক। তারা পুলিশ পরিচয় দিয়ে মটরসাইকেলের কাগজপত্র দেখতে চাই। ভুক্তভোগী স্বামী স্ত্রী শো-রুমের কাগজ বের করে ছিতাইকারী ওই নকল পুলিশদের হাতে দিলে তারা বলেন কাগজ ঠিক নেই। এ সময় ছাত্রলীগ নেতা বলে এই গাড়ির চাবি নিয়ে থানায় নিয়ে চলো। ছিনতাইকারীরা বয়সে তরুন এবং হালকা পাতলা হওয়ায় ভুক্তভোগীদের সন্দেহ হয়। ছিনতাইকারীদের সাথে তারা স্বাভাবিক ভাবেই কথা বলার একপর্যায়ে সেখানে সায়েম হোসেনর অপর এক সহকর্মী একই প্রতিষ্ঠানে কর্মরত উজ্জল হোসেন ও তার স্ত্রী আলফা খাতুনও ঘটনাস্থলে পৌছালে তাদের মটরসাইকেলও আটকে দেয় ছিনতাইকারীরা। এসময় হঠাৎ করেই একটি ট্রাক কাবিলপুরের দিক থেকে চৌগাছা অভিমুখে আসছিল। ঘটনাস্থলে ট্রাকটি পৌছে দাড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ভুক্তভোগীরা ওই ট্রাকটির সামনে গিয়ে ছিনতাইকারী বলে চিৎকার করে। এ সময় ট্রাকের চালক হেলপার ও ভূক্তভোগিদের একত্রিত চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তিন ছিনতাইকারীকে আটকে ফেলে। আটককৃতরা হলো যশোরের ঝিকরগাছা উপজেলার বড়কুলি-কায়েমকোলা গ্রামের আমিনুর রহমানের ছেলে ইনজামামুল হক ইমন (২৪) এবং সদর উপজেলার ফরিদপুর বাজারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আমিরুল ইসলাম (২৫) ও একই গ্রামের মুস্তাফিজুর রহমান দুলুর ছেলে মুশফিকুর রহমান (২৫)। ইমজামামুল হক ইমন ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বলে জানা গেছে। ঘটনার কিছুক্ষন পরপরই সেখানে নিয়মিত টহল দেয়া দশপাকিয়া পুলিশ ফাড়ির এসআই শফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়। স্থানীয়রা আটক তিন ছিনতইকারীকে পুলিশের হাতে তুলে দেয়। ফাড়ি পুলিশের সদস্যরা ওই রাতেই তাদেরকে চৌগাছা থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন যুবক ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে নেয় বলে পুলিশ জানিয়েছেন । পুলিশ আরো জানান, সড়কটির ওই স্থানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটায় সেখানে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলা নং-১২, তারিখ-১৪-০৫-২০১৮। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম বলেন, আটকৃতদের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here