চৌগাছায় পহেলা বৈশাখ উদযাপিত

0
273

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৮ টায় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এতে পৌর সদরের সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা কর্মচারীসহ সর্ব স্তরের মানুষ অংশ গ্রহন করেন। শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। সকাল ১০ টায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান দোবিশষ মিশ্র জয়, আকলিমা খাতুন লাকি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, প্যানেল মেয়র মোঃ শাহীন, থানা অফিসার ইনচার্জ শামীম উদ্দিন প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাক্তর নুর হোসেনসহ পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here