চৌগাছায় পরীক্ষা ভালো না হওয়ায় চিরকুট লিখে রেখে আত্মহত্যা করল এক পরীক্ষার্থী

0
392

মুকুরুল ইসলাম মিন্টু ,চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ  যশোরের চৌগাছায় এক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা ভাল না হ্ওয়ায় নিজ ঘরের মধ্যে চিরকুট লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে নানা বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। সে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী ছিল, তার রোল নং ৫২৯০৮৯।
নিহতের পরিবার সূত্র থেকে জানা গেছে, ইয়াসিন হোসেন চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে বানিজ্য বিভাগে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে পার্শ্ববর্তী ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার বলিভাদ্রপুর নুরুজ্জামানের ছেলে। চৌগাছার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের নানা সিরাজুল ইসলামের বাড়িতে থেকে সে লেখাপড়া করত। ইয়াসিনের মামা জাহিদ হাসান জানান, অন্য পরীক্ষাগুলোর মতই সোমবার হিসাববিজ্ঞান পরীক্ষা দিয়ে সে ভালভাবেই বাড়িতে ফেরে। পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে ইয়াসিন বলে ভাল হয়নি। এ নিয়ে সে কারও সাথে আর কোন কথা বলেনি। ওই রাতেই খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। গলায় ফাঁস দেয়ার আগে ইয়াসিন একটি চিরকুট লিখে গেছে। সেখানে লেখা আছে আমার পরীক্ষা ভাল হয়নি। তাই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে তিনজন ব্যক্তি কিছু টাকা পাবে, তাদের নাম লিখে গেলাম পারলে তোমরা টাকা পরিশোধ করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। তার হাতে লেখা ঘরের বিছানার উপর ওই চিকরুট পাওয়া যায়। চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ইয়াসিন একজন মেধাবী ছাত্র কিন্তু কেন সে কেন এমন সিদ্ধান্ত নিলো আমরা বুঝতে পারছিনা। তার এভাবে চলে যাওয়া সত্যই দুঃখজনক। থানার ডিউটি অফিসার এএসআই নাসির উদ্দিন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here