চৌগাছায় নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

0
217

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় দুটি নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাজরাখানা গ্রামে প্রতীক পুড়ানোর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামীলীগ নেতা সংশ্লিষ্ঠ থানায় মৌখিক অভিযোগ করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার হাজরাখানা গ্রামের ঈদগাহ ময়দানের পাশে ও বলুহ দেওয়ানের মাজারের পাশে দুইটি নৌকা প্রতীক (বাঁশ ও কাপড় দিয়ে তৈরী) আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। নৌকা প্রতীক উঠানো স্থানীয় আওয়ামলীগ নেতা সাবেক মেম্বর সোলাইমান হোসেন বলেন, ৩০ ডিসেম্বরর নির্বাচনকে সামনে রেখে আমি গ্রামের ৬টি স্থানে নৌকা প্রতীক উঠায়। বৃহস্পতিবার রাতে দূবৃর্ত্তরা এর মধ্য থেকে ২টি প্রতীক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য বিগত দিনে যারা বর্তমান এমপি এ্যাড. মনিরের সাথে ছিল তারাই এই জঘন্য কাজটি করেছে বলে আমি মনে করছি। এ ঘটনায় আমি প্রার্থীর নির্দেশক্রমে থানায় মৌখিক অভিযোগ করেছি। বর্তমান ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, আমি গভীর রাত পর্যন্ত নৌকার গনসংযোগে ছিলাম। সকালে ঘুম উঠে এই সংবাদ পাই। কে বা কারা এই কাজটি করেছে তা আমি জানিনা। উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল বলেন, যারাই এই কাজটি করেছে তারা অত্যান্ত জঘন্য কাজ করেছে। আইনের মাধ্যমে তাদের আমি কঠিন শাস্তির দাবি করছি। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাজরাখানা গ্রামে আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপ দীর্ঘ দিনের। বর্তমান এমপি মনোনয়ন না পাওয়ায় ওই পক্ষরা কিছুটা কোন ঠাসা হয়ে গেছে। পক্ষান্তরে বিপরীত গ্রুপ এখন অনেকটাই চাঙ্গা। গ্রামটিতে ইতোমধ্যে উভয় গ্রুপের পক্ষ হতে বেশ কয়েকটি নৌকার প্রতীক উঠেছে। এক গ্রুপ অপর গ্রুপকে হেয় করার জন্য এ ধরনের কাজ করতে পারে বলে তারা মনে করছেন। এ ঘটনায় এলাকার উভয় গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here