চৌগাছায় নমুনা শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

0
291

চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছায় নমুনা শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা মাঠে স্থানীয় কৃষক নুর ইসলামের জমিতে শস্যকর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান, জেলা প্রশিক্ষন কর্মকর্তা শেখ এমদাদ হোসেন, যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সুব্রত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা রইচউদ্দিন প্রমুখ। এ সময় কৃষক নুর ইসলামের এক বিঘা জমির বাশমতি ধানের (ব্রি-৫০) কিছু অংশ নমুনা স্বরুপ কর্তন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রইচউদ্দিন জানান, ওই কৃষকের বিঘায় ২২ মন করে ধানের ফলন হবে। চিকুন জাতের ধান হওয়ায় ফলন কিছুটা কম হলৌ বাজার দর ভাল থাকায় কৃষকরা লাভবান হবেন। চলতি মৌৗসুমে উপজেলাতে ১৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ইরি বোরো ধানের চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। এদিকে বিকাল সাড়ে তিনটায় চৌগাছা পৌরসভার কংশারীপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ঠ ব্লকের সদস্য দেবরাজ কুমারের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য দেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মফিজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আলা উদ্দিন, ব্লক সুপারভাইজার সাইফুল ইসলাম, আব্দুস সবুর, তরুন বিশ্বাস, নাজমুল ইসলাম, কৃষক সনু বিশ্বাস প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here