চৌগাছায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে

0
222

চৌগাছা (যশোর) সংবাদদাতা : সারা দেশের ন্যায় আজ সোমবার যশোরের চৌগাছা উপজেলায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রতি বছরের মত চলতি বছরেও উপজেলার ১০ টি কলেজ হতে প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী চারটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ পরীক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করার ঘোষনা দিলেও পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ আর উৎকন্ঠা লক্ষ্য করা গেছে। তবে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেন।
সূত্র জানায়, আজ সোমবার চৌগাছা উপজেলার ১০ টি কলেজের প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী মোট চারটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। বিগত বছর গুলোতে চৌগাছার সকল পাবলিক পরীক্ষা নানা অনিয়মের মধ্যে অনুষ্ঠিত হওয়ার নজির রয়েছে। তাই চলতি এইচএসসি পরীক্ষা শুরুর বেশ আগে ভাগেই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কলেজ প্রধানদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে কলেজ প্রধানদের প্রতি কড়া হুশিয়ারী উচ্চরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে তিনি কাউকে কোন ছাড় দিবেন না। সূত্র জানায় চলতি এইচএসসি পরীক্ষা উপজেলার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র গুলো হচ্ছে চৌগাছা ডিগ্রী কলেজ ( ৩৫৮), চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ (৩৫৯), এসএম হাবিবুর রহমান পৌর কলেজ (৫৯০) ও এবিসিডি ডিগ্রী কলেজ কেন্দ্র ৫৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে। অনুরুপ ভাবে বিএম শাখা হতে মোট ৮০০ পরীক্ষার্থী তিনটি কেন্দ্রে পরীক্ষা দিবে বলে জানা গেছে। চলতি বছরে ডিগ্রী কলেজ কেন্দ্রে তরিকুল ইসলাম পৌর কলেজ ও মৃধাপাড়া মহিলা কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন। অনুরুপ ভাবে মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে চৌগাছা ডিগ্রী কলেজ, এসএম হবিব পৌর কলেজ কেন্দ্রে এবিসিডি ডিগ্রী কলেজ ও পাশাপোল এএম কলেজ এবং এবিসিডি কলেজ কেন্দ্রে এসএম হাবিব পৌর কলেজ, সলুয়া আদর্শ কলেজ, হাকিমপুর মহিলা কলেজ, জেএমএসকে কলেজ ও মাড়–য়া স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন। সূত্র জানায়, এসএম হাবিব পৌর কলেজ ও এবিসিডি ডিগ্রী কলেজ কেন্দ্রে দু’টি কলেজের পরীক্ষার্থীরা বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। এরমধ্যে অন্যতম সুবিধা হচ্ছে ৩০ মার্কের নৈবত্তিক পরীক্ষা। অভিযোগ আছে ওই বিশেষ কলেজের পরীক্ষার্থীরা নৈবত্তিক পরীক্ষা শেষ করে লিখিত পরীক্ষা দেয়ার সময় বিশেষ ব্যবস্থায় কিছু পরীক্ষার্থীদের নতুন করে ওএমআর ফর্ম পুরন করে প্যাকেটজাত করা হয়। আর পরীক্ষার্থীদের পুরোন করা ওএমআর ফর্মটি ছিড়ে ফেলা হয়। এছাড়া কক্ষে কক্ষে শিক্ষকরা ওই বিশেষ কলেজের শিক্ষার্থীদের নানা ভাবে সহযোগীতা করেন বলেও অভিযোগ দীর্ঘ দিনের। এ সবের কারনে গত বছর প্রতিটি কেন্দ্রে পরীক্ষা কমিটির বাইরে যেয়ে একজন করে নিরপেক্ষ শিক্ষক ওই কমিটিতে করা হয়েছিল। তিনি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নিয়মিত আসছে কিনা সঠিক ভাবে দায়িত্ব পারন করছেন কিনা কোন শিক্ষক অনিয়ম করছে কিনা তা দেখা শুনা করতেন। এ বছর সেই নয়িমটি মানা হয়নি বলে অভিযোগ। ফলে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে বেশ জটিলতা সৃষ্টি হতে পারে বলে শিক্ষক অভিভাবকরা মনে করছেন। এ ছাড়া অন্য দুটি কেন্দ্রে শিক্ষকরা পরীক্ষার্থীদের ব্যাপক চাপের মধ্যে রাখেন এমন অভিযোগও আছে। এরফলে কোমলমতি পরীক্ষার্থীরা অনেক সময় স্বাভাবিক লেখাও ভুল করে চলে আসেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবত বলেন, চৌগাছা জিসিবি আদর্শ কলেজ বিশেষ সুবিধা নেয়ার জন্য পরীক্ষা দিবেন পুড়াপাড়া কাঠগড়া কলেজ কেন্দ্রে। ওই কেন্দ্রে নকলের মহাৎসব চলে বলে সর্বত্র প্রচার রয়েছে। তবে সব গুঞ্জন উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেন বলেন, পরীক্ষা নকলমুক্ত ও শন্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এতে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here