চৌগাছায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদের গনসংযোগে ব্যাপক সাড়া

0
372

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃ যশোর-২(চৌগাছা- ঝিকরগাছ) আসনের ২০ দলীয় জোট প্রার্থী সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদের গণসংযোগে ব্যাপক সাড়া পড়েছে। বুধবার সকালে তিনি উপজেলার মুক্তদাহ গ্রামে একটি জানাজা নামাজে যোগ দেন। সেখান থেকে চৌগাছা শহরে পৌছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা চালান। সেখান থেকে তিনি উপজেলার পাশাপোল বাজারে গিয়ে প্রচারণা চালান। এসময় তার সাথে ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সহ-সেক্রেটারী চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী আহসান হাবিব, সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলীম, জামায়াত নেতা মাওলানা রিজাউল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, সহ-অধ্যাপক দিরাজুল ইসলাম প্রমুখ। গত একযুগ ধরে সরকারের হামলা মামলায় জর্জরিত এ জনপদের মানুষ আদৌ ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন সাধারণ ভোটাররা। তবে সব ভয় ভীতি উপেক্ষা করে গনতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষে সকলকে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যেয়ে সরকারের এই দুঃসাশনের জবাব দেয়ার আহবান জানান ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু সাঈদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যখন একটি সুন্দর ভোটের অপেক্ষায় প্রহর গুনছেন ঠিক সেই সময় সরকার তার বাহিনী দিয়ে ধরপাকড় অব্যহত রেখেছে। নিরপেক্ষ ভোটের স্বার্থে ভোট গ্রহনের আগ পর্যন্ত আর যেন কোন ধরপাকড় করা না হয় সে জন্য তিনি সহকারী রিটানিং অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে ধানের শীষ প্রতীকে এবার চৌগাছা ঝিকরগাছা আসনে নির্বাচন হওয়ায় উজ্জিবীত বিএনপির নেতাকর্মীরা। বিএনপি গঠনের পর এবারের নির্বাচন দিয়ে দু’টি নির্বাচনে প্রিয় এই প্রতীক পেয়েছে বিএনপি, তাইতো সকলেই উচ্ছসিত। তবে এখনও পর্যন্ত শহর থেকে গ্রাম এমনকি প্রতিটি পাড়া মহল্লায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মাঝে অজানা আতংক বিরাজ করছে। বিশেষ করে গ্রেফতার আতংক নিয়ে অনেকে নির্বাচনের মাঠে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না বলে জানা গেছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here