চৌগাছায় দু’দিনের টানা বর্ষনে কালভার্ট সহ পাকা সড়ক ধ্বসে কপোতাক্ষ নদে

0
230

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) ঃযশোরের চৌগাছায় গত দুই দিনের টানা বৃষ্টিপাতে একটি সড়কের কালভার্ট ভেঙ্গে পাশে কপোতাক্ষ নদে মিশে গেছে। বুধকার বিকালে ওই কালভার্টসহ পাকা সড়ক ভেঙ্গে নদী গর্ভে মিশে গেছে। আকস্মিক ভাবে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। স্থানীয়রা সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারনে গত দুই দিন চৌগাছার উপর দিয়ে কখনও হালকা কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে বৃষ্টিপাতের কারনে নিন্ম অ ালে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন এক পরিস্থিতিতে বুধবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের কাবিলপুর-ধুলিয়ানি ইউপি অফিস সড়কের একটি কালভার্টসহ পাকা সড়ক ভেঙ্গে পাশে কপোতাক্ষ নদে মিশে গেছে। ওই এলাকা ছোটকাবিলপুর গ্রামের হাড়িখালি মাঠ বলে পরিচিতি। ধুলিয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, বর্ষা মৌসুম শুরু হলে বেশ কিছু এলাকার পানি ছোট কাবিলপুর গ্রামের হাড়িখালি নামক স্থানের ওই ছোট কালভার্ট দিয়ে কপোতাক্ষ নদে এসে পড়ে। গত দুই দিনের একটানা বৃষ্টিতে জমে যাওয়া পানি ছোট কালভার্ট দিয়ে কপোতাক্ষ নদে পড়ছিল। বুধবার বিকাল পাঁচটার দিকে পানির প্রবল চাপে কালভার্টসহ সড়কটির প্রায় ৩০ ফুট সম্পূর্ন ধ্বসে কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। এমনকি সড়কের পাশে থাকা অনেকগুলো গাছ পানির ¯্রােতে উপড়ে নদে যেয়ে পড়েছে। হঠাৎ করে সড়কটি ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের যাতায়াতে চরম বেঘাত সৃষ্টি হচ্ছে। দ্রুত কালভার্টসহ সড়কটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here