চৌগাছায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলা থানায় মামলা আটক-২

0
319

চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। থানা পুলিশ দুই আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, সদ্য পৌর কাউন্সিলর পদ থেকে পদত্যাগী যুবলীগ নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের দুই কর্মীকে শুক্রবার রাতে বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়ের কর্মীরা পিটিয়ে আহত করে। শনিবার সকালে সিদ্দিকুর রহমানের কর্মী সমার্থকরা পাল্টা হামলা করে দেবাশিষ মিশ্র জয়ের দুই কর্মীকে আহত করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ভাইস চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের পক্ষে এক কর্মী সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। থানা পুলিশ মামলার এজাহার ভুক্ত দুই আসামী জুয়েল রানা ও এলাহী বক্্রবে শনিবার আটক করে জেল হাজতে প্রেরন করেছেন। অপর দিকে বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়ও শনিবার থানায় পাল্টা একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সিদ্দকুর রহমান বলেন, শুক্রবার বিনা অপরাধে বর্তমান ভাইস চেয়ারম্যানের কর্মী সমার্থকরা আমার কর্মী জয়নাল হোসেন, তুহিন, লোকমান হোসেনসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। তার কারনে আমার কর্মীরা থানায় একটি মামলা করেছেন। আমি কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেছি। শুনেছি ওই মামলায় পুলিশ দুইজনকে আটক করেছে। আমার কর্মীরা হামলা চালিয়েছে এটি সত্য নয়। বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয় বলেন, বিনা উস্কানিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের কর্মীরা আমার দুই কর্মী মুক্তদাহ গ্রামের এলাহী বক্্র ও জুয়েল রানাকে পিটিয়ে আহত করেছে। আবার তিনি মামলাও করেছেন। পুলিশ আমার দুই নিরিহ কর্মীকে আটক করেছে। তিনি বলেন এ বিষয় নিয়ে আমিও থানায় একটি অভিযোগ করেছি। থানা অফিসার ইনচার্জ রিফাত খাঁন রাজিব বলেন, একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি মামলা হয়েছে। মামলার এজাহার ভুক্ত দুই আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here