চৌগাছায় ঢাকা পরিবহনের নৈশ কোচে দুঃসাহসিক ডাকাতি

0
234

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা-মহেশপুর সড়কে ঢাকা পরিবহনে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে উক্ত সড়কের বালুগর্ত নামক স্থানে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা এ সময় বাস যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,মোবাইল ফোনসেট, স্বর্ণালংকরসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। দুই উপজেলার টহল পুলিশ সারারাত সড়কে টহল থাকা সত্ত্বেও এমন ডাকাতির ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে। মাত্র ৩ দিন আগেও চৌগাছা-কাবিলপুর সড়কে ডাকাতের হামলায় প্রান হারায় এক ব্যক্তি। পরপর দুটি ডাকাতের ঘটনায় এবারের ঈদ যাত্রা নিয়ে মহা দুঃশ্চিন্তায় পড়েছেন এ জনপদের হাজারও মানুষ।
সূত্র জানায়, রবিবার বিকাল ৫ টার সময় ঢাকা গাবতলী থেকে চৌগাছার উদ্যেশ্যে ছেড়ে আসে ঝিনাইদাহ লাইন (জে-লাইন) পরিবহনের একটি বাস। যাত্রীবাহি এই বাসটি রাত ১ টা ৫০ মিনিটের দিকে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলা সদর ত্যাগ করে চৌগাছা অভিমুখে রওনা দেয়। রাত আনুমানিক ২ টা ১০ মিনিটের সময় মহেশপুর উপজেলাধীন বালুগর্ত নামক স্থানে বাসটি পৌছালে ডাকাতের কবলে পড়ে। সংঘবদ্ধ ডাকাতদল সড়কের উপর গাছ ফেলে বাসটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা বাসের মধ্যে উঠে সকল যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসেট সহ মূল্যবান সব মালামাল নিয়ে চলে যায়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়। বাস যাত্রী চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম জানান, তিনি পরীক্ষার খাতা নিয়ে আসতে ঢাকাতে যান। ওই বাসে স্থানীয় অনেক ব্যক্তি ছিলেন যারা পরিবার পরিজন নিয়ে ঢাকাতে থাকেন। বাড়িতে সকলের সাথে ঈদ করার লক্ষ্যে তারা গ্রামে ফিরছিলেন। কিন্তু ডাকাতরা তাদের সব কিছুই কেড়ে নিয়েছে। শিক্ষক অমেদুলের নিকট থাকা প্রায় ১ হাজার টাকাও নিয়ে নেয় ডাকাতরা। পরবর্তীতে মহেশপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ হাজির হওযার আগেই ডাকাতরা বাসের সকল যাত্রীদের নিকট থেকে সব কিছুই নিয়ে নেয়। একাধিক বাস যাত্রী অভিযোগ করে বলেন, মহেশপুর ও চৌগাছা পাশাপাশি উপজেলা। দুই উপজেলার টহল পুলিশ সন্ধ্যার পর হতেই এই সড়কে টহল দেয়। তার ভিতর থেকে এমন দুঃসাহসিক ডাকাতি সকলেই হতবাক হয়েছেন। আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এখনও অনেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত আছেন। তাদের ঈদ যাত্রা কেমন হবে তা নিয়ে মহাদুঃচিন্তায় স্থানীয়রা। গত ৮ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে চৌগাছা- কাবিলপুর সড়কের শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের পাশেই ঘটে যায় দুঃসাহসিক ডাকাতি। ডাকাতদের হামলায় পিতা আশরাফ হোসেন আশা (৫০) ঘটনাস্থলেই মারা যায় আর ছেলে জসিম উদ্দিন আহত হয়। ওই সড়কের তিনশ মিটারের মধ্যে বিজিবি ও পুলিশের দুটি টহল দল টহলরত থাকা অবস্থায় ঘটে যায় ডাকাতি। ডাকাতের হামলায় নির্মম মৃত্যুর সেই রক্তের দাগ না শুকাতেই আবার ঘটে গেল ডাকাতি। তবে এবার কোন হতাহত না হলেও সকলের মাঝে ছড়িয়ে পড়েছে অজানা আতংক। মহেশপুর থানার কর্তব্যরত এএসআই হারুন অর রশিদ জানান, নৈশ কোচ গুলো চলাচলের সময় অবশ্যই স্থানীয় থানাকে অবহীত করা উচিত। কিন্তু এই এলাকার বাসগুলো তা করেনা। আমরা টহলরত অবস্থায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং সকল যাত্রীদের উদ্ধার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here