চৌগাছায় ছেলের পক্ষ নিয়ে পিতা আ’লীগ নেতা চুন্নুর সংবাদ সম্মেলন

0
308

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহল। একের পর এক দেয়া হচ্ছে মিথ্যা মামলা। একটি কুচক্রি মহল ঘৃন এই রাজনীতিতে মেতে উঠেছে এমন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন ওই ছাত্রলীগ নেতার পিতা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আওরঙ্গজেব চুন্নু। বৃহস্পতিবার বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার জৈষ্ঠ পুত্র শামীম রেজা, ১৯৯৯ সাল হতে ২০১৫ ইং সাল অবধি চৌগাছা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল। আজ অবধি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগের জন্য রাজপথে বলিষ্ঠ ভুমিকা রেখে আসছে। উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে একনিষ্ঠ ভুমিকার কারনে বিগত সরকারের আমলে আমি ও আমার পরিবার ব্যাপকভাবে মামলা হামলায় ক্ষতিগ্রস্থ হই। একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হয় আমার পরিবারকে। বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা সত্বেও একটি কুচক্রি মহল আমার সন্তানের উপর মিথ্যা মামলা অব্যহত রেখেছে। আমি ও আমার সন্তান শামীম রেজা মূলতঃ আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের স্বার্থে নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ওই মহলটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার চেষ্টা করলে তারা একের পর এক মিথ্যা মামলা অব্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর কয়েকটি স্থানীয় পত্রিকায় মিথ্যা তথ্য সরবরাহ করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে ওই মহলটি। যা আদৌ সত্য নয় বলে তিনি দাবি করেন। সংবাদে একজন মুরগী ব্যবসায়ীর ছেলেকে অপহরণের কথা উল্লেখ করা হয়েছে। অথচ ওই মুরগী ব্যবসায়ীর সাথে পারিবারিক ভাবে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উক্ত ব্যবসায়ী সংবাদ সম্মেলনে উপস্থিতও আছেন। সংবাদে আরো বলা হয় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। অথচ উপজেলার বাইরে কখনো কোনদিন কোন অভিযোগ হয়নি। যা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার সন্তান ২০১৩ সালে যশোর এম এম কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা সরকারি চাকুরীতে যোগদান করতে পারেনি। বর্তমানে সে রাজনীতির পাশাপাশি পেশাগত ভাবে মাছ চাষ ও মাছের আড়তদার হিসেবে একটি প্রতিষ্ঠান চালায়। তিনি বলেন, আমার ছেলের নামে রাজনৈতিক ভাবে ১০/১২ টি মিথ্যা মামলা রয়েছে এটা সত্য। কিন্তুু তার বিরুদ্ধে মাদক অস্ত্র ভুমিদখল অভিযোগ সত্য নয়। তিনি আরো বলেন, চৌগাছা মাছ বাজারে চাঁদার জন্য একজন ব্যবসায়ীকে পিস্তল দিয়ে লোহার হাতুড়ি দিয়ে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অথচ উল্লেখিত ব্যবসায়ীর সাথে আমার পুত্র মাছ ব্যবসায়ী শামীম রেজার একটি বিলে মাছ দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এছাড়া কিছুই না। অথচ ওই পক্ষ আমার ছেলেকে শায়েস্তা করার জন্য ব্যবসায়ী শহিদুলকে চাপ দিয়ে থানায় নিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে। ঘটনার সময় আমার মেজে ছেলে ছাত্রলীগ নেতা ফয়সাল রানা সেখানে উপস্থিত ছিলো না অথচ তার নামেও মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি বলেন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ারর হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগ কর্মী শহিদুল ইসলাম, গাফ্ফার আলী, যুবলীগ নেতা রাসেল রানা, টিপু সুলতান, মারুফ আহম্মেদ, জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল, মুশফিকুর রহমান সবুজ, সাগর হোসেন, পারভেজ হাসান সনি, সাজ্জাদ হোসেন মল্লিক, রুবেল হোসেন, রমজান হোসেন, ব্যবসায়ী কৃষ্ণ কুন্ডু, মানিক কুন্ডু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here